আজকের শিরোনাম :

বিশ্বকাপ নিয়ে পছন্দের ভারতীয় দল জানালেন সৌরভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ১০:৪৬

বাঙালির নববর্ষের দিনেই ভারতের বিশ্বকাপের দল ঘোষনা করা হবে। বাংলার নববর্ষের দিনই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা৷ কোহলির দলে চার নম্বরে কে? দ্বিতীয় উইকেটকিপার হিসাবে দীনেশ নাকি ঋষভ, চতুর্থ পেসারই বা কে হবেন? এই তিন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে৷

দল ঘোষণার আগে এবার নিজের পছন্দের ভারতীয় বিশ্বকাপ দল জানিয়ে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাংগুলি৷ মহারাজের পছন্দের দলে রয়েছে নতুন চমক৷

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেমন দল বাছলেন সৌরভ- বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর,কেদার যাদব, এম এস ধোনি,ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, নবদীপ সাইনি৷

দলের চতুর্থ পেসার হিসেবে তরুণ নবদীপ সাইনিকে বেছে নিয়েছেন সৌরভ৷ তাঁর এই সিদ্ধান্তেই অবাক ক্রিকেটমহল৷ মহারাজ অবশ্য নিজের পছন্দের বিশ্বকাপ দল নিয়ে বলেন, ‘ইংল্যান্ডের উইকেটে ভারতের চার পেসার খেলানোর পরিকল্পনা থাকা উচিত৷ সেক্ষেত্রে শামি, বুমরাহ, ভুবির পাশে জায়গা করে নিতে পারে সাইনি৷’

বিশ্বকাপের জন্য ভারত থেকে ইংল্যান্ডের বিমানে ওঠার জন্য চতুর্থ পেসার হিসেবে খলিল আহমেদ, উমেশ যাদব ও সিদ্ধার্থ কউলের নাম ঘোরাফেরা করছে৷ সৌরভ অবশ্য পছন্দের তালিকায় সাইনিকে বাছলেন৷ সেই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘সাইনি’র দারুণ গতি রয়েছে৷ বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে৷ দলের এক্স ফ্যাক্টর হওয়ার ক্ষমতা রাখে নবদীপ৷’

অন্যদিকে দীনেশের পরিবর্তে ঋষভকে এগিয়ে রাখলেন সৌরভ অন্যদিকে তৃতীয় ওপেনার হিসেবে লোকেশ রাহুল ও চার নম্বরে বিজয় শংকরকে যোগ্য বলে মনে করছেন মহারাজ৷ চার নম্বরে অনেকেই রাহানেকে এগিয়ে রাখলেও এক বছরেরও বেশি সময় রাহানে ওয়ান ডে ক্রিকেট থেকে বাইরে থাকায় তার চেয়ে তরুণ অল-রাউন্ডার বিজয় শংকরকে কোহলির দলের চার নম্বরে দেখতে চান বলে জানিয়েছেন মহারাজ৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ