আজকের শিরোনাম :

বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড যুব দল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১৫:১৯

চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। এ সফরে বাংলাদেশের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর পর এই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেটের সভাপতি গ্রেগ বার্কলে জানিয়েছেন বাংলাদেশও তাদের এমন সিদ্ধান্তে সম্মত হয়েছে। কারণ উভয় দেশ মনে করছে এমন একটি হামলার পর এই সফর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বার্কলে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের সম্মতি ও উদারতায় এমন সিদ্ধান্ত নেওয়ায় পরও আমরা দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি নিউজিল্যান্ডের শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে আমাদের যে উন্নয়ন যাত্রা সেটা অব্যাহত থাকবে। ক্রিকেটের মাধ্যমে আমাদের যে সম্পর্ক শক্তিশালীকরণ প্রক্রিয়া সেটাও অব্যাহত থাকবে।’

এই সফর বাতিল হলেও ভবিষ্যতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ, ‘এ’ দলের সিরিজ, অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ ও উন্নয়ন অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চলতি বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ