আজকের শিরোনাম :

ব্যাটিং হিরোকে জন্মদিনে শচিনের শুভেচ্ছা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ১৪:৪৬

একটা ফোন কল! হতাশার দিনগুলোয় ঐ একটা ফোন কলই শচিন টেন্ডুলকারের ক্রিকেটজীবনে ঔষধের মতো কাজ করেছিল৷ ২০০৭ সালে সেই ডাক্তার বন্ধু’র প্রতি আজও চিরকৃতজ্ঞ শচিন৷ একাধিক ইন্টারভিউতে শচিনের মুখে সেকথা বারেবারে ফিরে এসেছে৷ এবার সেই ডাক্তার বন্ধুর জন্মদিনে আবেগতাড়িত মাস্টার৷ সোশ্যাল মিডিয়ায় আবেগের বিস্ফোরণ ঘটিয়ে টুইটে তাকে ব্যাটিং হিরো বলে উল্লেখ করলেন ক্রিকেটঈশ্বর৷

২০০৭ এর পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর ক্রিকেট ক্যারিয়ারে দাঁড়ি টানতে চেয়েছিলেন শচিন৷ হতাশ টেন্ডুলকার তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ এরপর হঠাৎই ফোনের ওপারে শচিনের ব্যাটিং হিরো ভিভ রিচাডর্স৷

মিনিট পঁয়তাল্লিশের শচিনের সঙ্গে কথা বলেন ভিভ৷ জীবনের উত্থান পতনের গল্প শুনিয়েছিলেন৷ ক্রিকেট ছেড়ো না, এখনও ক্রিকেটকে তোমার অনেক কিছুই দেওয়ার বাকি৷ হতাশার দিনে ফোনের ওপারে সিনিয়রের থেকে শোনা এই লাইনগুলোই হতাশার দিনে ছিল ঔষধের মতো মোটিভেশন৷

ফোনের ওপারে ভিভের সেই ডাক্তারি ফল দেয়৷ ভিভের কথাতেই মোটিভেট হয়ে অবসরের ভাবনা ঝেড়ে ফেলে নতুন করে ক্রিকেটে মন বসিয়েছিলেন লিটল মাস্টার৷ বাকিটা ইতিহাস৷

শততম শতরানের মাইলস্টোন থেকে দেশের জার্সিতে ২০১১ সালে বিশ্বকাপ জয়৷ স্বপ্ন সত্যি করেছিলেন ক্রিকেটঈশ্বর৷ বৃহস্পতিবার ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভের ৬৭তম জন্মদিনে টুইটে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন লিটল মাস্টার৷ ব্যাটিং কিংবদন্তিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শচিন লেখেন, তুমিই আমার ব্যাটিং হিরো৷ গোটা ক্রিকেট ক্যারিয়ারে তোমার থেকে যে সমর্থনটা পেয়েছি, তা কোনওদিনও ভোলার নয়৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ