আজকের শিরোনাম :

দ্বিতীয় ম্যাচেও বড় জয় ঢাকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসকে ‍উড়িয়ে দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। মঙ্গলবার মাহমুদউল্লাহ’র দলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারায় ঢাকা।

টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। জবাবে ৮৭ রানের বেশি যেতে পারেনি খুলনা। দুই ম্যাচের দুটিতেই হারল তারা। প্রথম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্সের সঙ্গে লড়াই করে হেরেছিল খুলনা। রংপুরের সঙ্গে লড়াই করতে পারলেও ঢাকার কাছে একেবারেই অসহায় আত্মসমর্পণ করল দলটি।

প্রায় দুইশ ছুঁইছুঁই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। ইনিংসের ‍দ্বিতীয় ওভারে খুলনাকে ধাক্কা দেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলের ক্যাচ বানিয়ে পল স্টার্লিংকে ফেরান ঢাকার অধিনায়ক। পাঁচ বল মোকাবেলা করে মাত্র এক রান করতে পারেন আইরিশ তারকা।

বিদেশি তারকাকে হারানোর পর দলকে পথ দেখানোর দায়িত্ব নেন দুই দেশি ব্যাটসম্যান জহুরুল হক ও জুনায়েদ সিদ্দীক। জহুরুলের গতি একটু ধীর হলেও বেশ মারমুখি ছিলেন সিদ্দীক। সুনিল নারিনের বলে রুবেল হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন ধীরগতির জহুরুল।

আগ্রাসনটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জুনায়েদও। ১৬ বলে ৩১ রানে ফেরেন। তিন ছক্কা ও এক চার হাকিয়ে সাকিবের দ্বিতীয় শিকার হন তিনি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ