আজকের শিরোনাম :

হ্যাজার্ডের জোড়া গোলে জয়ে ফিরল চেলসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:২৭

ঘরের মাঠে লেস্টার সিটির কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াল চেলসি। এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে ওয়াটফোর্ডকে হারিয়ে জয় দিয়ে বছর শেষ করল মাওরিসিও সাররির শিষ্যরা।

ম্যাচে বলের নিয়ন্ত্রণে অনেক এগিয়ে ছিল অতিথিরা। একের পর এক আক্রমণও করছিল তারা। কিন্তু স্বাগতিকদের রক্ষণে গিয়ে ব্যর্থ হচ্ছিল তাদের সব চেষ্টা। অন্য দিকে প্রতি আক্রমণে ভীতি ছড়াচ্ছিল ওয়াটফোর্ড।

প্রথম ৪৫ মিনিটে দুই দলের একটি চেষ্টাও ছিল না লক্ষ্যে। যোগ করা সময়ের প্রথম মিনিটে চেলসিকে এগিয়ে নেন হ্যাজার্ড।

ওয়াটফোর্ড মাঝ মাঠে বল হারালে পেয়ে যান মাতেও কোভাচিচ। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা এই তরুণ বল বাড়ান আজারকে। কিছুটা এগিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন বেলজিয়াম অধিনায়ক।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি চেলসির। জোসে হোলবাসের কর্নারে দারুণ ভলিতে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরান ওয়াটফোর্ডের আর্জেন্টাইন ফরোয়ার্ড রবের্তো পেরেইরা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য শুরু থেকেই ওয়াটফোর্ডের রক্ষণে চাপ বাড়ায় চেলসি। কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। হ্যাজার্ডকে গোলরক্ষক বেন ফস্টার ফাউল করলে এসে যায় দারুণ সুযোগ। ৫৮তম মিনিটে সফল স্পটকিকে আবার দলকে এগিয়ে নেন হ্যাজার্ড।

বাকি সময়ে আক্রমণ পাল্টা-আক্রমণে জমে উঠে ম্যাচ। তৈরি হয় বেশ কয়েকটি সুযোগ। কিন্তু সেগুলোর একটিও কাজে লাগাতে পারেনি কোনো দল। 

এ জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বছর শেষ করল চেলসি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। টটেনহ্যাম হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে আছে ম্যানসিটি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ