আজকের শিরোনাম :

‘রোমেরোরকে মিথ্যা বলেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ১৩:০৫

ঢাকা, ২৫ মে, এবিনিউজ : আর কয়েকদিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। শেষ মুহূর্তে প্রতিটি দলই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে টিম আর্জেন্টিনাও। তবে তার আগে ইনজুরির কথা বলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোকে।


এবার রোমেরোর ইনজুরি সম্পর্কে ভিন্ন তথ্য দিলেন তার স্ত্রী ইলিয়ানা গার্সিও। সাবেক এই আর্জেন্টাইন মডেল জানান, রোমেরোর ইনজুরি নিয়ে মিথ্যা বলেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। আর্জেন্টিনার অফিসিয়াল টুইটার একাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে গোলরক্ষক রোমেরোর ডান হাঁটুতে ক্র্যাশ হয়েছে তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে স্ত্রীর মতে বিশ্বকাপের জন্য ফিট পুরো ফিট রোমেরো।


লস এঞ্জেলেসের দি লা মানানা টিভি শোতে ইলিয়ানা গার্সিও বলেছেন,‘ইনজুরির বিষয়টি পুরো মিথ্যা। ইনজুরির খবর বের করার কারণ হলো, অনেকেই তাকে দলে চায় না। তার কিছুই ভাঙেনি। হাঁড় সামান্য অংশ সরে গেছে।’


তিনি আরো যোগ করেন,‘রোমেরোকে ডাক্তাররা বলেছিলেন যে তিনি বিশ্বকাপের জন্য ঠিক আছেন। আর তার এই চোট থেকে সেরে উঠতে সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।’


এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ