আজকের শিরোনাম :

চেলসির বিপক্ষে জয় পেল টটেনহ্যাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৪২

প্রথমার্ধে গোল করলেন ডেলে আলি, হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে সন হিয়ুং-মিনের করা গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় টটেনহ্যাম হটস্পার। শেষ দিকে অলিভিয়ে জিরুদ লক্ষ্যভেদ করলেও শেষ রক্ষা হয়নি চেলসির। ব্লুজখ্যাত দলটিকে ৩-১ গোলে হারিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল। চলতি লিগে এটি প্রথম হার চেলসির।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। ক্রিশ্চিয়ান এরিকসেনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার আলি। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবারও এরিকসেনের ছোট পাস ধরে একটু এগিয়ে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কেইন। চলতি মৌসুমে এটি তার ১১তম গোল।

৩৭তম মিনিটে পোস্টে প্রথম শট নেয় চেলসি। কিন্তু এদেন আজারের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান হুগো লরিস। ৪৭তম মিনিটে এরিকসেনের কাট ব্যাকে হিয়ুং-মিনের শট ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি চেলসি গোলরক্ষক।

৫৪তম মিনিটে একক প্রচেষ্টায় স্কোরলাইন ৩-০ করেন হিয়ুং-মিন। নিজেদের অর্ধ থেকে আলির বাড়ানো বল ধরে মাঝ মাঠ থেকে আক্রমণে ওঠা দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান।

ম্যাচের বাকিটা সময়ও একের পর এক আক্রমণে চেলসিকে কোণঠাসা করে রাখে টটেনহ্যাম। ৬৮তম মিনিটে কেইনের শট পোস্টের ওপর দিয়ে যায়। একটু পর আলির প্রচেষ্টায় বল ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। ৮৫তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার বাড়ানো ক্রসে জিরুদ হেডে লক্ষ্যভেদ করলে ব্যবধান কমানো একমাত্র গোল পায় চেলসি।

ম্যানচেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। লিভারপুল ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১২ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ২৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ