আজকের শিরোনাম :

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ১৬:৪৮ | আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৭:২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ।  ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ।  ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
 
দ্বিতীয় ইনিংসের শুরু করতে না করতেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।  পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ইমরুল কায়েস।  ৫ বল খেলে মাত্র ২ রান করেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ফর্মে থাকা ইমরুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসে হয়ে গেলেন বেশ নড়বড়ে।

জাতীয় দলে ফিরেই আবার সেই চেনা পথে সৌম্য সরকারের ফর্ম। প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি।  আউট হয়েছিলেন প্রথম ওভারেই।  দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার রানের খাতা খুলতে পেরেছিলেন।  তবে, খুব বেশি দুর যাওয়া হলো না তার। মাত্র ১১ রান করতে পারলেন।  এরপরই উইকেটটা বিলিয়ে দেন তিনি।  ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই রোস্টন চেজের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজগরে ফেরেন তিনি।

এরপর রোস্টন চেজের বলের ঘূর্ণিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ১২ রান করে আউট হন প্র্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক।  

পরপর তিনটি উইকেট পড়ে যাওয়ার পর যে বিপর্যয় সামাল দিতে মাঠে নামেন অধিনায়ক সাকিব আল হাসান।  বিপর্যয় কাটানোর জন্য যে ধৈর্যের প্রয়োজন ছিল সেটাতে পুরোপুরি ব্যর্থ সাকিব।  মুমিনুল আউট হওয়ার পরের ওভারেই উইকেট বিলিয়ে দিলেন সাকিব।  বোলার জোমেল ওয়ারিক্যানকে স্লগ সুইপে উড়িয়ে মেরে খেলতে গেলেন সাকিব। কিন্তু বর গিয়ে পড়ল মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শ্যানন গ্যাব্রিয়েলের হাতে। ১ রান করে আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। 

 এরপর মুশফিকুর রহিম এর সাথে কিছুটা বিপর্যয় সামাল দেওয়ার টেষ্টা করেন মোহাম্মদ মিথুন। তবে সেটাও বেশি দূর এগুতে পারি নি। দেবেন্দু বিশুর বলে ১৭ রান করে মিতুন আউট হরে বিপর্যয় আরো বাড়ে বাংলাদেশের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪ রান। মুশফিকুর রহিম ১০ ও মিরাজ ০ রানে ব্যাট করছে।

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ