আজকের শিরোনাম :

ড্রতে নিষ্পত্তি প্রস্তুতি ম্যাচ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ২১:৩৬

বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৩ নভেম্বর থেকে। তার আগে জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি একাদশের সঙ্গে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রস্তুত হতে গিয়ে ড্রেসিং রুমে বসে ঝিমাতে হয়েছে দু’দলকেই।

তিন দিনের ম্যাচে প্রথম দিন ভেস্তে গেছে বৃষ্টিতে। পরের দিনে খেলা শুরু হয় শেষ বিকেলে। টসে হেরে জিম্বাবুয়ে দল ১ উইকেটে ১২ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন।

তৃতীয় দিনে অবশ্য পুরো সময়ই খেলার সুযোগ হয়। আগের দিন শূন্য রানে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চেরির বিদায়ের পর তৃতীয় দিনে চার উইকেট হারায় সফরকারীরা।

আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ৮৮ বলে ৩৯ করে বিশ্রামে যান। এরপর টপ অর্ডারের দুই ব্যাটসম্যান উইকেট দিয়ে এসেছেন পেসার এবাদত হোসেনের কাছে। ক্রেগ আরভিন লেগ বিফোর হন ১ রানে। ব্রেন্ডন টেইলরও ব্যক্তিগত ৫ রানের আউট হন একইভাবে।
মিডল-অর্ডারে রেগিস চাকাবার ৪২ বলে ১৪ আর শেন উইলিয়ামসের ২৯ রানে বিশ্রামে যাওয়ার পর সিকান্দার রাজা করেন ৪৬ বলে ৩২ রান। শেষদিকে পিটার মুরের ১৪ রান। ৫ উইকেটে দলীয় ১৪৫ রানের মাথায় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।

পেসার এবাদত নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন রুবেল হোসেন, আফিফ হোসেন ও জাকির হোসেন।

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ব্যাট করার সুযোগ পায় বিসিবি একাদশ। ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ৫৪ বলে অপরাজিত ২২ রান। আরেক ওপেনার আরিফুল হক ফেরেন ব্যাক্তিগত ৪ রানের মাথায়। দুই নম্বরে ব্যাট করতে নেমে মিজানুর রহমান করেন ৩২ বলে ১৯ রান। মোসাদ্দেক অপরাজিত ছিলেন ১ রান নিয়ে। দিনের শেষ পর্যন্ত ১৮ ওভারে দুই উইকেটে ৫৬ রান পর্যন্ত করতে পারে স্বাগতিক দল। ম্যাচের নিষ্পত্তি হয় ড্রতে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ