আজকের শিরোনাম :

পগবা-মার্শিয়ালের গোলে জয়ে ফিরল ম্যানইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১১:৫০

ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচে দ্বিতীয় জয় পেল তারা।

লিগে নিজেদের শেষ ম্যাচে চেলসির বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর পর জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ১-০ গোলে হারের পর ছন্দহীন ছিল রেড ডেভিলসরা। এবার লিগে এভারটনের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন ম্যানইউ কোচ মরিনহো।

নিজেদের মাঠে ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। স্বাগতিকদের হয়ে এ সময় গোলটি করেন ফরাসি তারকা পল পগবা। মার্শিয়াল এভারটনের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শুরুতে পগবার স্পক কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বল ডান পায়ের জোরালো শটে আবারও জালে পাঠান পগবা।

বিশ্রাম শেষে ম্যাচের ৪৯ মিনিটে ম্যানইউর ব্যবধান দিগুণ করেন মার্শিয়াল। এ সময় পগবার সহায়তায় ডি বক্সের বাইরে থেকে অসাধারন এক শটে জালে পাঠান ফরাসি তারকা মার্শিয়াল। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এভারটনের গিলফি সিগুর্ডসন একটি গোলের শোধ দেওয়ার পর লড়াই জমে উঠে।তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ম্যানইউ।

চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে এ জয়ের ফলে ইংলিশ লিগে ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুল। অন্যদিকে ১০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের পরের অবস্থানে রয়েছে এভারটন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ