আজকের শিরোনাম :

বঙ্গবন্ধু গোল্ড কাপ

দুপুরে সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ফিলিস্তিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫৪

গতকাল মঙ্গলবার ফিলিপাইনকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছে তাজিকিস্তান। এবার পালা বাংলাদেশের। ফাইনালে যেতে স্বাগতিকদের টপকাতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফিলিস্তিনকে। আজ বুধবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বহুগুণ এগিয়ে ফিলিস্তিন। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১০০, যেখানে বাংলাদেশ রয়েছে ১৯৩ নম্বরে। ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এদিকে একটি করে জয় ও হার নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি যে বেশ কঠিনই হবে তা মানছেন বাংলাদেশের কোচ জেমি ডে। তবে আশাবাদী তিনি, ‘আমি মনে করি, দারুণ ম্যাচ হবে। কঠিনও হবে। ভালো খেলতে পারলে আমাদের ভালো ফলাফলের সুযোগ আসবে।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ