আজকের শিরোনাম :

টটেনহ্যামের বিপক্ষে আর্সেনালের দাপুটে জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

দাপুটে পারফরম্যান্সে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ মুঠোয় নেয় আর্সেনাল। বিরতির পর ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি টটেনহ্যাম হটস্পারের। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়ের আনন্দে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে রোববার ‘নর্থ লন্ডন ডার্বি’তে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে আর্সেনাল। সাফল্যও মেলে দ্রুতই। ১২ মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সাকার বাড়ানো বলে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এমিল স্মিথ। ৩ মিনিট পর সাকার পাসে ডি-বক্সের বাইরে থেকে টমাস পার্টির শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক উগো লরিস। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন এমিল স্মিথ। বাঁ পায়ের শটে বাকিটা সারেন অবামেয়াং।

ছয় মিনিট পর অনেকটা একক নৈপুণ্যে স্কোরলাইন ৩-০ করেন সাকা। ডান দিক দিয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সেখানে ডাইভ দিয়ে তাকে চ্যালেঞ্জ জানান হ্যারি কেইন, তবে রুখতে পারেননি। ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

৬০তম মিনিটে ২০ গজ দূর থেকে কেইনের শট ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। দুই মিনিট পর সুবর্ণ সুযোগ পান কেইন। কিন্তু ভালো পজিশনে থেকে বাইরে মেরে হতাশ করেন ইংলিশ ফরোয়ার্ড।

৭৯তম মিনিটে ব্যবধান কমান সন। সতীর্থের পাসে ডি-বক্সের ভেতর থেকে তার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। শেষ দিকে ২০ গজ দূর থেকে লুকাস মউরার শট ফিরিয়ে ব্যবধান কমতে দেননি র‌্যামসডেল।

ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই টটেনহ্যাম হটস্পার। তাদের সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, চেলসি তিনে, ম্যানচেস্টার ইউনাইটেড চারে ও এভারটন পাঁচ নম্বরে আছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ