আজকের শিরোনাম :

লড়াই করতে হলে বাংলাদেশকে ২৭৫ রান করতে হবে: সৌরভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪১

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারত অপ্রতিরোধ্য দল এবং ভারতকে হারানো মোটেও সহজ কিছু নয়। আজকের ম্যাচে বাংলাদেশকে লড়াইয়ের জায়গায় থাকতে হলে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচ নিয়ে কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারে লেখা এক মতামতে এ মন্তব্য করেন তিনি।

সৌরভ গাঙ্গুলী লেখেন, বাংলাদেশকে যদি লড়াই করার জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই তাদের আগে ব্যাটিং করে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। এর চেয়ে কম রান হলে ভারতকে হারানো সহজ হবে না।

তিনি লেখেন, সাকিবের চোট মাশরাফির জন্য মোটেও ভালো খবর নয়। সাকিবের বোলিং বাংলাদেশের আক্রমণে একটা ভারসাম্য এনে দিচ্ছিল। তবে ওকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে বোধ হয় একটু বেশিই চাপে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

মুশফিককে নিয়ে তিনি লেখেন, বড় ম্যাচে বাংলাদেশ বরাবরই মুশফিকুর রহিমের ওপর অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু সব ম্যাচেই তো সে বিপদ থেকে টেনে তুলতে পারবে না। স্টাম্পের পেছনে দাঁড়িয়ে ওকে যে পরিমাণ চাপ নিতে হয়, তারপরেও মুশফিকুরের কাছ থেকে বাড়তি কিছু আশা করাটা ঠিক হবে না। দলের অন্যদেরও ওর পাশে দাঁড়ানো উচিত।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ