আজকের শিরোনাম :

হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো ব্যাঙ্গালুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০১৮, ১১:২৮

ঢাকা, ১৮ মে, এবিনিউজ : গতকাল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সাকিব আল হাসান বল হাতে আবারও কাটিয়েছেন অনুজ্জ্বল একটা দিন, ব্যাট হাতেও নামার সুযোগ হয়নি তার।

জিতলেই সুযোগ থাকবে এবং হারলেই বিদায়, এমন সমীকরণকে সামনে রেখে বাঁচামরার ম্যাচে আইপিএলের এবারের আসরের শীর্ষ দল সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হয়েছিল কোহলির ব্যাঙ্গালুরু। গুরুত্বপূর্ণ ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখলেন কোহলিরা। ফলে টিকে থাকলো ব্যাঙ্গলুরুর প্লে-অফে খেলার আশা।

ঘরের মাঠে টসে হেরে কোহলির দলকে নামতে হয়েছিল ব্যাটিংয়ে। নির্ধারিত ওভারে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বেঙ্গালুরুর ছয় উইকেট হারিয়ে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে হায়দরাবাদের ইনিংস থেমে যায় ২০৪ রানে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাকিব এদিন দ্বিতীয় ওভারেই বল করতে এসে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়। সব মিলিয়ে চার ওভারে ৩৫ রান দিয়ে নিজের কোটা শেষ করেন সাকিব। এ ম্যাচেও উইকেটের মুখ দেখেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সানরাইজার্স বোলার বাসিল থাম্পির কপালে জুটেছে আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার লজ্জার এক রেকর্ড। চার ওভার বল করে ৭০ রান খরচ করেছেন থাম্পি। তবে বেঙ্গালুরুর মাঠে হায়দরবাদ বোলারদের ভরাডুবির দিনে রশিদ খান নিয়েছেন তিন উইকেট। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৬৯ রান এসেছিল এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে হায়দরাবাদও লড়েছে সমানতালে। ৮ ওভারে ৬৪ রানের ভেতর ২ উইকেট হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে দলকে টেনে তোলার কাজ করেন কেন উলিয়ামসন এবং মানিশ পান্ডে। কলিন দি গ্র্যান্ডহোমকে ডিপ মিডউইকেটে ঠেলে দিয়েই ২৮ বলে নিজের ২৮তম আইপিএল ম্যাচে ১১তম হাফসেঞ্চুরি তুলে নেন কেন উইলিয়ামসন। দুজনে মিলে ৭৭ বলে ১৩৫ রানের জুটি গড়লেও সেটি রানের তুলনায় ছিল যৎসামান্য। শেষ ওভারে ২০ রান দরকার হলে উইলিয়ামসন প্রথম বলেই আউট হন। পরবর্তী ৫ বলে মাত্র পাঁচ রান নিলে ১৪ রানের পরাজয় বরণ করে নিতে হয় হায়দারাবাদকে। হায়দরাবাদ দলপতি কেন উইলিয়ামসন করেন ৮১ রান এবং মনিশ পান্ডে সংগ্রহ করেন ৬২* রান

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ