আজকের শিরোনাম :

ভারতকে নাড়িয়ে দিয়ে হারল হংকং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১২

এখনো আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং, বাছাই পর্ব খেলেই এশিয়া কাপের মূল পর্বে এসেছে তারা। সে তারাই কিনা আসরের ফেভারিট দল ভারতের ভিত নাড়িয়ে দিয়েছে বেশ ভালোভাবেই। ধোনি-রোহিতদের করা ২৮৬ রানের লক্ষ্য টপকাতে পারেনি ঠিক, বুঝিয়ে দিয়েছে ভালো কিছু করার সামর্থ্য তাদেরও আছে।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত অতি কষ্টে ২৬ রানে জিতেছে। ধাওয়ানদের করা ২৮৫ রানের জবাবে হংকংয়ের ইনিংস থামে ২৫৯ রানে।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৭৪ রান পায় হংকং। ওয়ানডে ইতিহাসে যে কোনো উইকেটে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নিঝাকাত খান ও আঞ্জুমান রাত ভারতীয় বোলারদের কড়া শাসন করেন। তাদের দৃঢ়তায় জয়ের পথে গুটিগুটি পায়ে এগিয়ে যায় হংকং। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পরই পথ হারায় বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি।

৩৫তম ওভারে ভারতকে ব্রেক থ্রু এনে দেন কুলদ্বীপ যাদব। হংকংয়ের অধিনায়ক আঞ্জুমান কভারে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭৩ রানে। ১৭৪ রানে প্রথম উইকেট হারানোর পর ২৫ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় তারা। হংকং শিবিরে সবথেকে বড় ধাক্কাটা দেন অভিষিক্ত পেসার খলিল। বাঁহাতি এ পেসারের ক্রস সিম ডেলিভারিতে এলবিডব্লিউ হন  নিঝাকাত। ১১৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯২ রান করেন ডানহাতি ওপেনার।

খলিলের দ্বিতীয় শিকারে পরিণত হন কার্টার। তার কাটারে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩ রান করা কার্টার। পরের ৩টি উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল। ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করা বাবরকে ফিরিয়ে প্রথম উইকেটের স্বাদ পান চাহাল। কোটার শেষ ওভারে চাহালের শিকার কিঞ্চিত শাহ (১৭) ও আইজাজ খান (০)।

শুরুটা দুর্দান্ত হলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের পথ থেকে ছিটকে যায় হংকং। দ্রুত উইকেট হারিয়ে লক্ষ্য কঠিন বানিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ২৬ রানের আক্ষেপে পুড়তে হয় তাদেরকে।

ভারতের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন চাহাল ও খলিল। ২টি উইকেট নেন কুলদ্বীপ যাদব।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে সুযোগ পেয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ ভারত। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কেউই রান পাননি। টপ অর্ডারের চার ব্যাটসম্যানে ভর করে লড়াকু পুঁজি পায় টিম ইন্ডিয়া।

সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরির স্বাদ পান বাঁহাতি ওপেনার। ওপেনিংয়ে তার সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। ২৩ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন এহসান খান। দ্বিতীয় উইকেটে ১১৬ রান যোগ করেন ধাওয়ান ও রাইডু। এ সময়ে দুজনই হাফসেঞ্চুরি তুলে নেন ।

ম্যাচসেরা নির্বাচিত হওয়া ধাওয়ান ৩ অঙ্কের দেখা পেলেও রাইডু সাজঘরে ফেরেন ৬০ রানে। মিডিয়াম পেসার এহসান নেওয়াজের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন ৭০ বলে ৬০ রান করা রাইডু। সেঞ্চুরির পর ধাওয়ান আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তোলেন। কিন্তু বেশদূর যেতে পারেনি। ২৭ রান যোগ করে ফেরেন কিঞ্চিত শাহর বলে। ১২০ বলে ১৫ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি।

এর পর দিনেশ কার্তিকের ৩৩ ও কেদার যাদবের ২৮ রানের মান রক্ষা হয় ভারতের। মাহেন্দ্র সিং ধোনি রানের খাতা খুলতে ব্যর্থ হন। হংকংয়ের সেরা বোলার কিঞ্চিত শাহ। ৩৯ রানে ৩ উইকেট নেন ডানহাতি স্পিনার।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ