আজকের শিরোনাম :

আথলেতিক বিলবাওয়ের মাঠে হোঁচট খেল রিয়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪

দিনের শুরুতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলার। কিন্তু তা করতে পারেনি, উল্টো মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোসরা’।

লা লিগায় শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। আগের ৩ ম্যাচই জিতেছিল তারা।

ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ২৯তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি অবশ্য পায় রিয়াল। তবে মার্কো আসেনসিওর বাঁকানো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন। খানিক পরেই উল্টো গোল খেয়ে বসে রিয়াল। ৩২তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে সতীর্থের বাড়ানো বল গোলমুখে জটলার মধ্যে পেয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড ইকের মুনিয়াইন।

৬ মিনিট পর লুকা মদ্রিচের শট আরেক জনের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন বিলবাওয়ের তরুণ গোলরক্ষক সিমোন।

৬১তম মিনিটে গারেথ বেলের আরেকটি প্রচেষ্টা রুখে দেন ২১ বছর বয়সী এ গোলরক্ষক। তবে বেশিক্ষণ রিয়ালকে আটকে রাখতে পারেননি তিনি। ২ মিনিট পরেই সমতা ফিরে। ডান দিকের বাইলাইন থেকে ৬ গজ বক্সের মুখে বাড়ানো বেলের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন ইসকো। ৭১তম মিনিটে আসেনসিওর প্রচেষ্টা রুখে দেন সিমোন। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ