আজকের শিরোনাম :

অশোভন আচরণের দায়ে অ্যান্ডারসনের শাস্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫

মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় শাস্তি পেলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে, জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ।

ঘটনার সূত্রপাত ওভাল টেস্টের দ্বিতীয় দিন। ভারতের ব্যাটিংয়ের ২৯তম ওভারে অ্যান্ডারসনের ডেলিভারিতে কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠে। আম্পায়ার কুমার ধর্মসেনা সেই আবেদন নাকচ করে দেওয়ায় রিভিউ চায় ইংল্যান্ড।

সেখানেও কোহলির বিরুদ্ধে আবেদন নাকচ হওয়ায় হতাশায় অসন্তোষ প্রকাশ করেন ইংলিশ স্পিডস্টার। এমনকি কোহলিকে উদ্দেশ করে কিছু অশোভন অভিব্যক্তিও প্রকাশ করতে দেখা যায় তাকে। রাগে এবং হতাশায় আম্পায়ার কুমারা ধর্মসেনার কাছ থেকে টুপি ও শোয়েটারও ছিনিয়ে নেন জিমি।

মাঠে অ্যান্ডারসনের এ ঘটনা মোটেই ভালো চোখে নেয়নি ম্যাচ অফিসিয়ালরা। দুই অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসন, থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং চতুর্থ আম্পায়ার টিম রবিনসনের রিপোর্টের ভিত্তিতে আইসিসির আচরণবিধির ২.১.৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন অ্যান্ডারসন।

যে কারণে ম্যাচ ফির ১৫ শতাংশের পাশাপাশি কেটে নেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ