আজকের শিরোনাম :

শ্রীলংকার পেস বোলিং কোচ চামিন্দা ভাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩০

শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চামিন্দা ভাস। শুক্রবার শ্রীলংকা ক্রিকেট তাকে এই নিয়োগ দেয়। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শ্রীলংকা দলের অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ ডেভিড সেকার পদত্যাগপত্র জমা দিলে ভাসকে তার স্থলাভিষিক্ত করা হয়।

সাকের ২০১৯ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। যদিও পদত্যাগ করার বিষয়ে ৫৪ বছর বয়সী এই কোচ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পাঁচ দিন আগে তার পদত্যাগ শ্রীলংকাকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছে।

৪৭ বছর বয়সী ভাস শ্রীলংকার সবচেয়ে সফল পেস বোলার। তিনি ১১১ টেস্ট খেলে নিয়েছেন ৩৫৫ উইকেট। আর ৩২২ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ৪০০ উইকেট। ভাস ২০০৮ সালে ওয়ানডে থেকে এবং ২০০৯ সালে টেস্ট থেকে অবসরে যান।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলংকা দল। এই সফরে লংকানরা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ