আজকের শিরোনাম :

রাবাদার কাছে আইপিএল নয় দেশ বড়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৮

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আইপিএলের চেয়ে নিজের দেশকেই এগিয়ে রেখেছেন।

তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নয়, জাতীয় দলের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন তিনি।

আগামী ২-১৬ এপ্রিলের মধ্যে তিন ওয়ানডে এবং চার টি-টুয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানকে আতিথেয়তা দিতে পারে দক্ষিণ আফ্রিকা। জাতীয় দল ও আইপিএলের সময়সূচি একই সময়ে পড়লে সমস্যা হবে রাবাদার। তবে এই ‘দ্বন্দ্ব’ থেকে বেরিয়ে আসার সহজ পথটাও জানিয়ে দিয়েছেন রাবাদা। দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন বলে জানিয়ে দিয়েছেন এই পেসার।

রাবাদা বলেন, ‘দেশকে প্রথমে এগিয়ে রাখব। যদি একই সময়ে সফরের সময়সূচি থাকে তবে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করতে পারি। জাতীয় দলের হয়ে খেলাকেই আমি সবার আগে প্রাধান্য দেবো। যদিও আমি দিল্লির হয়ে খেলতে ভালোবাসি। এটাই একমাত্র দল যাদের হয়ে আমি খেলেছি এবং ভারতে ঐটাই আমার ঘর।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম অস্ত্র রাবাদা। গত আসরে ১৮.২৬ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০ উইকেন নেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ