আজকের শিরোনাম :

হাফ সেঞ্চুরির পর ফিরলেন তামিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৭:০৫

লক্ষ্য মাত্র ১৪৯ রানের। লিটন দাস এবং তামিম ইকবাল মিলে শুরুটা করলেন ভালোই। ওয়ানডে দলপতি একটু ধীরগতিতে খেললেও লিটন ব্যস্ত ছিলেন দ্রুত রান তোলায়। তবে ষষ্ঠ ওভারের ঠিক আগে ২২ রানে আউট হলেন লিটন। তার বিদায়ের পরে ১৭ ফিরেন নাজমুল হোসেন শান্ত।

এরপর সাকিবকে নিয়ে জয়ের দিকেই যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে ব্যক্তিগত অর্ধশতকের পর আর বিদায় নেন তামিম। ক্রিজে সাকিব আল হাসান রয়েছেন ১৭ রানে। তার সাথে রয়েছেন মুশফিকুর রহিম। 

এর আগে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখে মনে হচ্ছিল ১০০ রানও ছুঁতে পারবে না দলটি। কিন্তু রভমান পাওয়েল এবং টেল এন্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে দেড়শর কাছাকাছি পুঁজি পায় সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে জেসন মোহাম্মদের দল অল আউট হয়েছে ১৪৮ রানে। দলটির সর্বোচ্চ স্কোরার পাওয়েল (৪১)। ৯.৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। মুস্তাফিজ এবং সাকিব নেন ২টি উইকেট। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ