আজকের শিরোনাম :

চ্যাম্পিয়নস লিগে রাতে বার্সার মুখোমুখি হবে জুভেন্টাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৮:২৭

ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ মানে বিশেষ কিছু। কিন্তু রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ায় সেই দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত ফুটবলভক্তরা।

এবার চ্যাম্পিয়নস লিগের সুবাদে ফের মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ হয় ভক্তদের। কিন্তু ওই ম্যাচের আগেই ভক্তদের অপেক্ষায় পানি ঢেলেছে করোনাভাইরাস। পর্তুগালে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদো। তিন পরীক্ষাতেই কোভিড-১৯ পজিটিভ হয়েছে পর্তুগিজ তারকার। তাই রোনালদোকে ছাড়াই আজ বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

উয়েফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের ম্যাচে খেলতে হলে একজন খেলোয়াড়ের ম্যাচের সাত দিন আগে করোনা নেগেটিভ হতে হয়। সে ক্ষেত্রে বার্সার বিপক্ষে খেলতে হলে ২১ অক্টোবরের মধ্যে নেগেটিভ হতে হতো পর্তুগিজ তারকাকে। তবুও ২৪ ঘণ্টা আগে করোনা নেগেটিভ হলে খেলার অনুমতি নিয়েছিল জুভেন্টাস। কিন্তু সেই আশাও পূরণ হলো না। ম্যাচের ২৪ ঘণ্টা আগেও করোনা পজিটিভ রোনালদো। তাই দলের সেরা তারকাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে মাঠে নামতে হচ্ছে জুভেন্টাসকে।

তবে ফুটবলভক্তদের আশা, এখনই শেষ হয়ে যাচ্ছে না। ফিরতি লেগে আগামী ১২ ডিসেম্বর ফের মুখোমুখি হবে বার্সা-জুভেন্টাস। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচে দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ।

অবশ্য রোনালদোকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম শুরু করে জুভেন্টাস। ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে ২০২০-২১ মৌসুম শুরু হয় তুরিনের ক্লাবটির। এবার মুখোমুখি হবে স্পেনের অন্যতম দল বার্সার বিপক্ষে।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শুরুটা জয় দিয়ে করেছে বার্সাও। ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কোম্যান শিষ্যরা। যদিও খুব একটা স্বস্তিতে নেই বার্সা। কারণ, তিন দিন আগে এল ক্ল্যাসিকোতে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে কাতালান ক্লাবটি।

এ ছাড়া চোটে পড়েছেন দলের অন্যতম মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। আগের ম্যাচ লাল কার্ড দেখায় থাকছেন না জেরার্ড পিকে। নেই দলের প্রথম পছন্দের গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন।

বার্সার ক্লাবের মধ্যেও চলছে অস্থিরতা। গতকাল মঙ্গলবার স্পেনের স্থানীয় সময় সন্ধ্যায় পদত্যাগ করেছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। সব মিলিয়ে কিছুটা হতাশায় আছে বার্সেলোনা।

দিনের অন্য ম্যাচে গতবারের রানার্সআপ পিএসজির মুখোমুখি হবে ইস্তাম্বুল বাশেকসেহির। ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে। সরাসরি দেখাবে সনি সিক্স। একই গ্রুপের অন্য দুদল ম্যানচেস্টার ইউনাইটেড ও লাইপজিগ মুখোমুখি হবে রাত ২টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন-১। একই সময়ে জেনিথের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ