আজকের শিরোনাম :

'করোনা পরিস্থিতিতে রোহিঙ্গা শরনার্থীরা বেশি ঝুঁকির মাঝে রয়েছে'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ২১:১৭

বর্তমান করোনা পরিস্থিতিতে রোহিঙ্গা শরনার্থীরা অনেক বেশি ঝুঁকির মাঝে রয়েছে। বিশেষ করে লকডাউনে দীর্ঘ সময় ঘরে থাকায় বেড়েছে নারী ও শিশু নির্যাতন। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান রামরুর এক অনলাইন সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

যেখানে অংশগ্রহণ করেন ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির অভিবাসন নিয়ে কাজ করা এমন ব্যক্তিরা। বক্তারা তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় তারা তাদের নিজ দেশের আইন, সমাজ ব্যবস্থাসহ নানান দিক তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নের কথা বলেন।

বক্তারা বলেন, বিশেষ করে বাংলাদেশ, ভারতে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও কার্যত তা প্রশ্নবিদ্ধ। নিরাপদ পানি থেকে শুরু করে মৌলিক চাহিদার অনিরাপদ ব্যবস্থাপনা রোহিঙ্গাদের ঝুঁকির মাঝে ফেলেছে। দীর্ঘ সময় দেশ গুলোতে লকডাউন থাকার ফলে অর্থনৈতিক সংকটও প্রবল হচ্ছে বলেও আলোচনায় জানান বক্তারা।

রিফিউজি এ্যান্ড মাইগ্রেশন মুভমেন্টের ইউনিটের মডারেটর সি আর আবরার পুরো সেমিনার পরিচালনা করেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ