আজকের শিরোনাম :

বিশ্ব শান্তি সূচকে ৯৭তম অবস্থানে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ১৬:৪৬

বিশ্ব শান্তি সূচকে গত বছরের চেয়ে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম।

নাগরিকদের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা, চলমান সংঘর্ষ এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস-আইইপি।

সূচকে ভারত ১৩৯তম এবং পাকিস্তান ১৫২তম স্থানে রয়েছে। এ বছর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মর্যাদা পেয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। এরপরই রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া এবং ডেনমার্ক।

তবে, তালিকায় সবচেয়ে অশান্ত দেশ হিসেবে রয়েছে আফগানিস্তান। এদিকে আইইপি'র মতে, বিশ্বে সার্বিক শান্তি পরিস্থিতির অবনতি হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ