আজকের শিরোনাম :

‘মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করতে বারবার শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ১৪:৪০

মুক্তিযুদ্ধের  চেতনা নিশ্চিহ্ন করতে বারবার শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ও শক্তিকে নিশ্চিহ্ন করতে এ হত্যাকা- ঘটানো হয়। এ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে সজাগ থাকতে হবে।

৩ নভেম্বর মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন এবং সভা পরিচালনা করেন দলের যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের জেষ্ঠ্য সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জি আই রাসেল, সহ সভাপতি মজিবুর রহমান খান সহ আরো অনেকে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ’৭১-এর ঘাতক, ’৭৫-এর ঘাতক, ৩ নভেম্বরের ঘাতক ও ২১ আগস্টের ঘাতকরা একই সূত্রে গাঁথা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এ অব্যহত অগ্রযাত্রা ধরে রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ