আজকের শিরোনাম :

দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছেন ড.কামাল: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ২০:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী ও দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল হোসেন। তাদের কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।  

সোমবার (২২ অক্টোবর) বিকেলে গণভবনে সৌদি আরব সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক অঙ্গনে নতুন জোটকে আওয়ামী লীগ স্বাগত জানাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাদ, এতিমের টাকা লুটপাটকারী জোট স্বার্থান্বেষী, এরা জনগণের জন্য কাজ করবে না।’

তিনি বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এটাকে আমি স্বাগত জানাই। ড. কামাল হোসেন ঐক্যবদ্ধ হয়েছে সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে। যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের ভেতর আমি রাজনীতি খুঁজে পাচ্ছি না। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবো।’

ঐক্যফ্রন্ট নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখানে তো রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, সব কিছু মুক্ত। আমাদের বিচার বিভাগ স্বাধীন, সবই স্বাধীন। মানুষ স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, সেটাকে স্বাগত জানাই। কারণ এটা প্রয়োজন আছে। তারা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে, তারা যদি রাজনৈতিকভাবে সাফল্য পায়, তাহলে তো অসুবিধা নাই। তবে একটু কথা বলার দরকার। কারা কারা এক হলো, সেটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘যারা সেখানে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কোথা থেকে এসেছে, কার কী ধরনের ভূমিকা, কী ধরনের বাচনভঙ্গি, এমনকি মেয়েদের প্রতি যে কী ধরনের কটূক্তি করতে পারে, সে প্রতিযোগিতাও তৈরি হয়েছে। এই যে এ গাছের ছাল, ওই গাছের বাকল সবমিলে একটা তৈরি হয়েছে, তো, যাক তারা ভালো কাজ করুক, সেটা চাই। আওয়ামী লীগ এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করে না। বরং একটা হয়েছে, এটাই ভালো।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ