আজকের শিরোনাম :

করোনা ও বন্যার মধ্যে বগুড়া-১ আসনের নির্বাচনের জোর প্রচারণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৬:৩৯

১৪ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-১ উপ-নির্বাচন। করোনা আর বন্যায় নাজেহাল সোনাতলা-সারিয়াকান্দিবাসীর এরপরও ভোট নিয়ে যেন আগ্রহের কমতি নেই। দুর্যোগ মোকাবিলা ও উন্নয়নের স্বার্থে সংসদে জনপ্রতিনিধি চান ভোটাররা।

গেলো এক মাসে বগুড়ায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে তিন হাজারেরও বেশি। আর বন্যায় পানিবন্দি সারিয়াকান্দি-সোনাতলা উপজেলার অন্তত ২০ হাজার পরিবার।

বগুড়ায় এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। অন্যদিকে সাম্প্রতিক বন্যায় জেলার বিভিন্নস্থানে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এ অবস্থায় ১৪ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-১ উপ নির্বাচন।  করোনা আর বন্যায় নাজেহাল সোনাতলা-সারিয়াকান্দিবাসীর এরপরও ভোট নিয়ে যেন আগ্রহের কমতি নেই। ছয় মাস ধরে এলাকায় নির্বাচিত সংসদ সদস্য নেই, তাই থেমে গেছে উন্নয়ন কর্মকাণ্ড।  দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে দাবি-দাওয়া, সমস্যার কথা জানাতে পারছেন না জনপ্রতিনিধিকে, তাই নির্বাচনের জন্য উন্মুখ তারা। তারা বলেন,’আমাদের এলাকায় এমপি নাই। ভোট দরকার।  ভোটটা একান্ত দরকার।‘

এদিকে, ভোট পেছানোর দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।  তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, বাধ্যবাধকতার কারণে ভোটগ্রহণের কোনো বিকল্প নেই। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ বলেন, 'কমিশন থেকে আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যত্রম হাতে নেয়া হয়েছে। পানিতে ডুবে আছে এমন ১০টি কেন্দ্র আমরা পরিবর্তন করার প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি।'

বিএনপি নির্বাচন বর্জন করলেও প্রচারে ব্যস্ত আওয়ামী লীগসহ অন্য প্রার্থীরা। বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহসানুল তৈয়ব জাকির জানান, 'মানুষের কথা চিন্তা করে, জানমালের কথা চিন্তা করে এই নির্বাচনের যদি তারিখ পিছানো না হয় তবে আমরা এই নির্বাচন থেকে সরে যাচ্ছি।'

বগুড়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান জানান, 'আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের ওপর আমরা সন্তুষ্টু। মাঠ আমাদের গোছানো ছিল। গোছানো থাকবে, গোছানো আছে।'
বগুড়া-১ উপ নির্বাচনে ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ