আজকের শিরোনাম :

মাস্ক দুর্নীতি: বুধবার থেকে দুদকে জিজ্ঞাসাবাদ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১৮:৫৭

চিকিৎসা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য খাতের পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

করোনাকালে মাস্ক, পিপিইসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য খাতের পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারকে বুধবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। জিজ্ঞাসাবাদ চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে, মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের মেডিকেল টিমের সমন্বয়কারী মতিউর রহমান ও এলান কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে। 

অপরদিকে বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করবেন।

 এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ