আজকের শিরোনাম :

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : ঢাকায় পাচারকারী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১৪:৪০

লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশিকে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় এক আদম ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

র‌্যাবের-৩ নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. রহমত উল্লাহ জানিয়েছেন গত রাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানিয়েছেন গ্রেফতারকৃত কামাল উদ্দিন আদম ব্যবসার সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার যে ২৬ বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা করা হয় তাদের মধ্যে কয়েকজনকে কামাল উদ্দিন পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন রহমত উল্লাহ।

২৮ মে সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে প্রত্যন্ত মিজদা অঞ্চলে মানব পাচারকারীদের কাছ থেকে অপহরণের শিকার হন ৩৮ বাংলাদেশি। পরে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১১ জন। 

র‌্যাবের এ কর্মকর্তা জানিয়েছেন কামাল উদ্দিন মানব পাচারকারীদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ