আজকের শিরোনাম :

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য সিদ্দিকুর রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৫:২৭

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার টিএসআই (টাউন সাব ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমানকে দুই দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে আদালতের অনুমতি পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ অনুমতি দেন।

আদালত পুলিশের সহকারী কমিশনার শাহাবুদ্দিন আহমদ বলেন, কাউন্টার টেররিজম রবিবার ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত দুই দিনের অনুমতি দিয়েছেন।

শুক্রবার নগরীর ডবলমুরিং থানার সিজিএস কলোনি এলাকা থেকে র‌্যাব ও কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেফতার হন টিএসআই সিদ্দিকুর। গ্রেফতারের পর সিদ্দিকুর তার ইয়াবা কারবারে রেলওয়ে পুলিশের টিএসআই বাবুল খন্দকার নাম প্রকাশ করেন। এ ছাড়াও তাদের সঙ্গে আরও একজনের জড়িত থাকার কথা বললেও তার নাম জানাতে পারেননি। 

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ টিএসআই সিদ্দিকুর রহমান, বাবলু খন্দকার ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

এর পর রবিবার সিদ্দিকুরের পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিটের এসআই রাছিব খান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ