আজকের শিরোনাম :

গাজার সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল ইসরায়েল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৩১

গাজা উপত্যকা সংলগ্ন অন্যতম একটি সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলি অংশে আগুনযুক্ত বেলুন ছোড়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। 

আগুনযুক্ত ঘুড়ি ও বেলুন উড়িয়ে মাঝেমধ্যেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থাকে ফিলিস্তিনিরা। সম্প্রতি নতুন করে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ‘আগুন বেলুন’ পাঠানোর প্রবণতা শুরু হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে, গাজা থেকে ছোড়া এসব বেলুনের কারণে ইসরায়েল সীমান্তে ৩০টিরও বেশি জায়গায় আগুন ধরতে দেখা গেছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘কারেম শালম পারাপার দিয়ে জরুরি মানবিক সরঞ্জামাদি ও জ্বালানি বাদে অন্য সব পণ্য পরিবহন বন্ধ থাকবে।’

ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার তিনটি প্রধান সীমান্ত পারাপার রয়েছে। এর একটি হলো কারেম শালম। প্রতিদিন এ পারাপার দিয়েই বেশিরভাগ পণ্য পরিবহন হয়ে থাকে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ