আজকের শিরোনাম :

লেবাননে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৫৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১

লেবাননের রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছে।

অবস্থান ধর্মঘটে বসা বিক্ষোভাকারীদের ওপর মুখোশ পরা কিছু লোক হামলা চালালে তারা পার্লামেন্টের কাছে একটি স্কয়ারে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।

বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। এ সময় কয়েক ডজন বিক্ষোভকারী আহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ পুলিশ কর্মকর্তাও আহত হয়।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা আহত ৫৪ জনকে চিকিৎসা দিয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি জনকে হাসপাতালে নিয়ে গেছে।

লেবানন সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জনতা অক্টোবর থেকে রাস্তায় নেমে ক্ষমতাসীন অভিজাত মহলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। শান্তিপূর্ণভাবে ওই প্রতিবাদ শুরু হলেও পরে মাঝে মাঝে সহিংসতার ঘটনা ঘটেতে থাকে। শনিবারের সংঘর্ষের ঘটনা তার মধ্যে একটি। 

বিক্ষোভের মুখে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করার পর থেকে প্রতিবাদকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে শুরু করে। হারিরি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আলোচনা স্থবির হয়ে আছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ