আজকের শিরোনাম :

পাকিস্তানে বাস থামিয়ে হত্যা; নৌবাহিনীর কয়েক সদস্য নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০০:৪৩

পাকিস্তানে একটি বাস ছিনতাই করে এর ১৪ জন যাত্রীকে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দরে যাওয়ার পথে আজ (বৃহস্পতিবার) ভোরে এ ঘটনা ঘটে। জাহাঙ্গির দাস্তি নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হামলার জন্য দায়ী কারা তা স্পষ্ট নয়।

ওই বাসটিতে প্রায় তিন ডজন মানুষ ছিলেন। পথে অস্ত্রধারীরা তা থামিয়ে ১৪ জন আরোহীকে তাদের পরিচয়পত্র দেখে জোরপূর্বক গাড়ি থেকে নামায়। এরপর হত্যা করে। কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তাও জানা যায় নি। হত্যার দায় স্বীকার করেছে বালুচ রাজি আজোই সাঙ্গার নামে একটি স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

এ গোষ্ঠীর মুখপাত্র বালুচ খান বেসামরিক লোকজন হত্যার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তার সংগঠনের সদস্যরা শুধুমাত্র পাকিস্তানের কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের হত্যা করেছে।

পাক নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, হত্যাকাণ্ডের শিকার লোকজনের ভেতরে তাদেরও কয়েকজন সদস্য রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ