আজকের শিরোনাম :

সুশান্তের বাবার নামে ভুয়া অ্যাকাউন্ট কে খুলল?

  জি নিউজ

০৬ জুলাই ২০২০, ১০:৫৮ | অনলাইন সংস্করণ

সুশান্ত সিং রাজপুতের বাবার নামে টুইটার অ্যাকাউন্ট। সেখান থেকেই একাধিক টুইট করা হচ্ছে। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, বলিউডে নেপোটিজম সহ একাধিক বিষয়ে কে কে সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু টুইট কয়েকদিন ধরেই চোখে পড়েছে নেটিজেনদের। এমনকি ওই টুইটার অ্যাকাউন্টে সলমনের আগামী ছবি 'কভি ইদ, কভি দিওয়ালি' বয়কটের কথা বলা হয়। তবে আদপে তিনি কোনও টুইটার অ্যাকাউন্টই খোলেননি বলে জানিয়েছেন সুশান্তের বাবা।

বার্তা সংস্থা পিটিআই-সূত্রে খবর, সুশান্তের বাবা কে কে সিং রাজপুত স্পষ্ট জানিয়েছেন তিনি এধরনের কোনও টুইটার অ্যাকাউন্ট খোলেননি। যারা এধরনের কাজ করছেন, তাদের কাছে অনুরোধ, মানুষের মধ্যে যেন কোনও বিভ্রান্তি না তৈরি করা হয়। তবে এখন প্রশ্ন, তবে কে খুলল কে কে সিং রাজপুতের নামে এই টুইটার অ্যাকাউন্ট?

সুশান্তের পরিবারের তরফে গত ২৭ জুন অভিনেতা বিদায় জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সুশান্তের স্মৃতিতে অভিনয়, খেলা, ও বিজ্ঞান জগতের উঠতি তরুণদের সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি সুশান্তের স্মৃতি রক্ষার্থে তাঁর প্রিয় জিনিসপত্র সংগ্রহ করার কথাও জানানো হয়। এরপর থেকে অভিনেতার পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদ মাধ্যমে কিছুই জানানো হয়নি, কোনও সাক্ষাৎকারও দেওয়া হয়নি। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ