আজকের শিরোনাম :

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৫:৫৯

১৯ দশমিক ৩ শতাংশ অভ্যন্তরীণ ঋণ প্রবাহের লক্ষ্য নির্ধারণ করে ২০২০-২১ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার দুপুরে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া গভর্নরের লিখিত বক্তব্যে এ তথ্য জানা গেছে।

নতুন মুদ্রানীতিতে সরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ। আর একই সময়ে বেসরকারি খাতের ঋণের প্রবাহ আশা করা হচ্ছে ১৪ দশমিক ৮ শতাংশ।  

গভর্নর মনে করেন, কোভিড আক্রান্ত অর্থনীতির ক্ষত কাটিয়ে উঠে অর্থনীতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে এ লক্ষ্য পর্যাপ্ত। নতুন মুদ্রানীতিতে ব্যাংক ব্যবস্থায় নীট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ।  যা গেল অর্থবছর ছিল ১০ দশমিক ২ শতাংশ।  

এছাড়াও, ব্যাংকগুলোর তহবিল খরচ কমিয়ে নগদ টাকার সরবরাহ বাড়াতে রেপো সুদহার ৫ দশমিক দুই পাঁচ থেকে কমিয়ে ৪ দশমিক সাত পাঁচ করা হয়েছে। ৪ দশমিক সাত পাঁচ থেক কমিয়ে এনে রিভার্স রেপো সুদহার করা হয়েছে ৪ শতাংশ।

এবিএন/জসিম/মমিন

এই বিভাগের আরো সংবাদ