আজকের শিরোনাম :

ভুরুঙ্গামারী শাখা ইসলামী ব্যাংকের দুই স্টাফ করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১১:৩৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে একজন ইসলামী ব্যাংকের মাঠ কর্মকর্তা ও একজন নিরাপত্তাকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম ঢাকা থেকে পাঠানো মেইলে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকে নতুন করে করোনায় আক্রান্ত দুই জনের মধ্যে মাঠ কর্মকর্তার বয়স ৩০ বছর। তার বাড়ী ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে। অপর জন ব্যাংকের নিরাপত্তা প্রহরী, তার বয়স ৩৫ বছর । তার বাড়ী ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট গ্রামে।  গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম জানান, নতুর করে করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি নমুনা দেওয়ার পর থেকে নিজ বাড়ীতে আইসোলেশনে ছিল।

নমুনা পাঠানোর ১৬তম দিনে তাদের দুই জনের ফলাফল পজিটিভ আসে। তাদের শরীরে কোন উপসর্গ নেই।

এবিএন/এ এস খোকন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ