আজকের শিরোনাম :

বাগেরহাট-পিরোজপুর সড়কের বেহাল দশায় বাড়ছে জনভোগান্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১৩:০৫

বাগেরহাট-পিরোজপুর  মহাসড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

জানা গেছে, বাগেরহাট-পিরোজপুর সড়কে কচুয়া উপজেলার বাধাল বাজারে অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। আর সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় অরাজক পরিস্থিতি। তখন আরও বেড়ে যায় জনভোগান্তি।

এভাবেই দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন সড়কগুলো দিয়ে চলাচলকারী গাড়িচালক, যাত্রী, রোগী ও শিক্ষক-শিক্ষার্থী, বাজারের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ।

বাধাল বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বলেন, দ্রুত সংস্কার করে এলাকাবাসী ও বাজারে ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব জরুরি। আশাকরি কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবে।

উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি সড়ক জনপদ বিভাগের বিষয়টি তারা দেখবে।

এবিএন/শুভংকর দাস বাচ্চু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ