আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ২০:৫০

গাইবান্ধা, ১৯ জুলাই, এবিনিউজ : ‘স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার, কৃষি অফিসার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল ও মৎস্য চাষী আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ