আজকের শিরোনাম :

আইসোলেশন থেকে পালিয়ে আসা করোনা উপসর্গে ভালুকায় একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১০:৩৭

টাঙ্গাইলে আইসোলেশনে ছিলেন ঈদের ২ দিন আগে পালিয়ে নিজ বাড়ী ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে এসে গত সোমবার সকালে মারা গেছেন মসজিদের ইমাম হাফেজ আলী আজগর।

ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম আকরাম হোসেন জানান, সাতেঙ্গা গ্রামের মৃত আ. মোতালেবের ছেলে হাফেজ আলী আজগর টাঙ্গাইলের একটি মসজিদে ইমামতি করতেন। সেখানে তার করোনা পজেটিভ হওয়ার পর আইসোলেশনে ছিলেন।  সে গত ঈদের ২ দিন আগে পালিয়ে বাড়ীতে চলে আসেন। পরবর্তীতে তার অসুস্থতা বেড়ে গেলে সোমবার দিন সকালে নিজ বাড়ীতে মারা যায়।

আমি বিষয়টি ইউএনও সাহেবকে জানালে আজ বিকালে তার নিজ বাড়ীতে সরকারি বিধি বিধান মেনে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তাকে দাফন করা হয়। চেয়ারম্যান আকরাম হোসেন আরও জানান, তার বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন জানান, মারা যাওয়ার পর আমরা খবর পাই। তার নমুনা সংগ্রহ করা হয়েছে ফলাফল পাওয়ার পর জানা যাবে সে করোনায় মারা গেছে, না অন্য কিছু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সরকারি নাম্বারে একাধিক বার ফোন দিলে সে রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

এবিএন/মো. জাহিদুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ