আজকের শিরোনাম :

দৌলতপুরে ব্রাকের ঋণ নিতে ঘুষ!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ২০:৪৩

দৌলতপুর (কুষ্টিয়া), ১৪ জুলাই, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ব্রাক থেকে ঋণ তুলতে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাহিদা মাফিক ঘুষ না দেওয়ায় এক গ্রাহককে দিনের পর দিন ঘুরানো হচ্ছে।

অভিযোগে জানা যায়, উপজেলার বাজুডাংগা গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী শাহিনা খাতুন ব্রাক, দৌলতপুর মাষ্টার পাড়া শাখার একজন সদস্য। দীর্ঘদিন ধরে তিনি সদস্য হিসাবে ব্রাকের নীতিমালা অনুযায়ী ঋণ গ্রহণ ও পরিশোধ করে আসছেন।

 সম্প্রতি শাহিনা খাতুন এক লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। উক্ত ঋণ দেবার জন্য ঐ ব্রাক অফিসের ম্যানেজার মামুনুর রহমান ৪ হাজার টাকা ঘুষ দাবী করেন। বাধ্য হয়ে শাহিনা খাতুন ২ হাজার টাকা ফিল্ড অফিসার মোতাহার হোসেনের মাধ্যমে প্রদান করেন। কিন্তু ৪ হাজার টাকা না দেওয়া পর্যন্ত শাহিনা খাতুনের ঋণ পাশ করানো হবেনা এইমর্মে  মামুনুর রহমান জানিয়ে দিয়েছেন বলে শাহিনা খাতুন তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে শাহিনা খাতুন জানান, তিনি কষ্ট করে পুর্বের ঋণ পরিশোধ করে নতুন ঋণ না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন। তিনি ব্রাকের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে ব্রাক ম্যানেজার মামুনুর রহমান ঋণ না দেয়ায় ঐ পরিবারটি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবী করেছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ