আজকের শিরোনাম :

মুজিববর্ষ উপলক্ষে ধর্মপাশায় বিভিন্ন কর্মসূচি পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৮:১১

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, প্রাণিসম্পাদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি গ্রুপের ৯জন বিজয়ী প্রত্যেকের মাঝে পুরস্কার দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে গাছ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ।
 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ