আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে মহান ভাষা দিবসের প্রথম প্রহরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে পুস্পস্তবক অর্পন করা হয়।

প্রথমে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ পুস্পস্থবক অর্পন করেন এর পরে আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন।

এদিকে ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমী, সন্মিলিত সাংস্কৃতিক জোট, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরী করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়া উদীচীর পক্ষ থেকে একুশের গান পরিবেশনসহ নানা কর্মসূচী পালিত হয়।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ