আজকের শিরোনাম :

ফরিদপুরে দূর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভিজিডি কর্মসূচির আওতায় এসো জাতি গড়ি (এজাগ) এর বাস্তবায়নে ফরিদপুর জেলায় সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে "দূর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক" প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের "অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি” প্রকল্পের কর্মসূচি পরিচালক মো. আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (বাবুল), সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সচিব ও এজাগের কো-অর্ডিনেটর লিলি বেগম, ট্রেইনার পপি আক্তার প্রমুখ। কর্মসূচিতে সদরপুর ইউনিয়নের ভিজিডি কর্মসূচির আওতার ২৫ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।
 

এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ