আজকের শিরোনাম :

টাঙ্গাইলে চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। আজ বুধবার (১২ই  ফ্রেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুরে বাসস্ট্যান্ডে এলাকায় গফুর মিয়ার চায়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজনের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে । ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার আরো একটি সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে চা স্টলের দোকানদারসহ ৪ জন অগ্নিদগ্ধ খুবই গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০), ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

স্থানীয়রা  আহতদের  উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহদের অবস্থার অবনতি দেখে  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এবিএন/তারেক আহমেদ/জসিম/তাহা

এই বিভাগের আরো সংবাদ