আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ ডা. হরিপদ নির্বাচিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯

প্রাথমিক শিক্ষা পদক-২০১৯-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ডা. হরিপদ রায়।

ডা. হরিপদ রায় ২০১৬ সালে শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোসজনক পর্যায়ে নিয়ে যান। এ ছাড়া বিদ্যালয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।

২০১৬ সালে তিনি দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হন।  

২০১৮ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হন। 

শ্রীমঙ্গল শহরের জয়নগর আবাসিক এলাকার বাসিন্দা ডা. হরিপদ রায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিএমএর সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তিনি ২০১৪ সালে সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে যোগদানের পর ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। 

এর আগে তিনি ফেনী জেলা হাসপাতালের সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করার পর ২০১১-১২ সালে  চট্রগ্রাম বিভাগের  শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত হন। 

এ ছাড়াও তিনি মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট  হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ