আজকের শিরোনাম :

সাপাহারে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১৩:০৭

নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল শনিবার সকালে উপজেলা চত্ত্বরে কৃষি অফিসের আয়োজনে ১৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা, পিয়াজ ও মুগডালের বীজ, সার এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ্ চৌধুরী, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমূখ। 

পরে একই স্থানে উপজেলা প্রসাশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্তরভিত্তিক ৯৭ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ লক্ষ ৯২ হাজার ৮’শ টাকা, দলিত, হরিজন বিশেষ ভাতা ১৯০ জনের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকা ও সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে এককালীন অনুদান ১৯ হাজার ৫’শ করে ৬টি সংস্থাকে মোট ১ লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ