আজকের শিরোনাম :

আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ চাপাতি তুহিন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬

নারায়ণগঞ্জে তুহিন ওরফে চাপাতি তুহিন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর মধ্যরাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শহরের সৈয়দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কালিবাজারের ক্যাম্প ইনচার্জ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে র‌্যাব সন্ত্রাসী চাপাতি তুহিনকে আটক করে।পরে তার দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন চাপাতি তুহিন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ