আজকের শিরোনাম :

বাউফলে নেই ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১৬:০০

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি ডায়াগনাষ্টিক সেন্টারের কোথাও নেই ডেঙ্গু জ্বর নির্নয়ের ব্যবস্থা। এ কারনে অনেক রোগীকে বাধ্য হয়ে যেতে হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। হাসপাতালে ডেঙ্গু জ্বর নির্নয়ের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা সাধারন রোগীরা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. তামিম(২০) নামে এক তরুন গত দশ দিনে জ্বরে ভুগছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন তাঁর ডেঙ্গু জ্বর হতে পারে। কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষার ব্যবস্থা না থাকার কারনে এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিকে সাহা বলেন, আমাদের হাসপাতালে ডেঙ্গু জ্বর নির্নয়ের ব্যবস্থা নেই। আশা করছি কোরবানীর আগেই ডেঙ্গু জ্বর নির্নয়ের সকল পরীক্ষা চালু করা সম্ভব হবে।

 

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ