আজকের শিরোনাম :

আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ২০:০৭

‘মাছে ভাতে গড়ব দেশ, বঙ্গবন্ধুর’ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় আটপাড়া উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্যাপিত হয়।  আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু করে উপজেলা প্রদক্ষিণের পর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত ও পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা সভাপতিত্বে মৎস্য কর্মকর্তা রূপশ্রী দে স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে রূপশ্রী দে বলেন, দেশের জলাশয় গুলোকে যথাযথ ব্যবহারের ফলেই বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান হতে প্রথম/দ্বিতীয় স্থান অধিকার করা সম্ভব।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মো: মাসুদুর রহমান।  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শাহজাহান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান নন্দন, উপজেলা মৎস্য দপ্তরের এম.পি. মনোনীত সদস্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সহ-সভাপতি মো: এনামুল হক, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগের সাধারণ সম্পাদক মো: রোকন-উ-জ্জামান রোকন, মৎস্য চাষী মো: বাচ্চু মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিপুল সংখ্যক মৎস্য চাষীগণ।

এবিএন/মো: আসাদুজ্জামান খান সোহাগ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ