আজকের শিরোনাম :

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১৮:১৯

টানা ৭ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমানদীর পানি আজ শুক্রবার দুপুর ১২ টায় বিপদসীমার ৮৭ সেন্টিমিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  প্লাবিত হচ্ছে জেলা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চলের কয়েক শতাধিক গ্রাম। এসব উপজেলা বেশি ভাগ সড়ক পানিতে ডুবে গেছে। নীচু এলাকার ঘরবাড়িতে বন্যার পানি ডুকে পড়েছে।

২৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সাধারন ছুটি ঘোষনা করেছে প্রশাসন। জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ জানান, ৬ টি উপজেলার ১২ হাজার ৮০০ ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ৬৬ হাজার লোক পানি বন্দি অবস্থায় রয়েছেন। বন্যার্তদের প্রশাসন ৩ লক্ষ টাকা, ৩ শ মেট্রিকটন চাল ও শুকনো খাবার প্রদান করেছে।

এছাড়া জেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সরকারি ভাবে ১০টি আশ্রয় কেন্দ্র সহ সকল স্কুল গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  আবু বক্কর সিদ্দিক ভুইয়া জানান, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ