আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ১৬:৫৮

জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিপ্রশাসক এর কার্যলয়ের সামনে থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  একই স্থানে  গিয়ে শেষ হয়। 

বিভাগের আয়োজনে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়গ প্রদক্ষিণ করে। 

র‌্যালী শেষে টরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. মালেক সরকারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেযারম্যান আলহাজ মো. শরাফ উদ্দিন শর, মোছা. পারভীন সুলতানা, উপজেলা পরবিবার পরিকল্পনা কর্মকর্তা মুর্শিদুজ্জামান, সাবেক ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল হাসান রাসেল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন  প্রমূখ। 

পরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ